ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শাবিতে শিক্ষার্থীদের উপর হামলায় নিন্দা জানিয়েছে মহানগর বিএনপি

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ১৭ জানুয়ারী ২০২২ ০৬:৩৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

৩ দফা দাবিতে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলি লাঠিচার্জ এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।

 

বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সিলেট মহানগর বিএনপির আহবায়ক আবদুল কাইয়ুম জালালি পংকি ও সদস্য সচিব মিফতা সিদ্দিকী সোমবার এক বিবৃতিতে এই নিন্দা জানান।

 

বিবৃতিতে তারা বলেন, ছাত্রী হলের বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ ছাত্রীরা গণতান্ত্রিক আন্দোলন করছিল তখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সন্ত্রাসী হামলা ন্যাকারজনক ও অগণতান্ত্রিক। পুলিশ যেভাবে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের উপর গুলি ও হামলা করেছে তাতে ৩০ জন ছাত্র ছাত্রী আহত হয়েছে। তারা হামলায় জড়িতদের বিচার ও উদ্ভূত পরিস্থিতি নিরসনে শাবি ভিসি ফরিদ আহমদ এর ব্যর্থতার নিন্দা জানান।

 

একই সাথে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে সিলেট এর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।