শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি দমনে আমাদের করণীয়' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-(এপিএ) কমিটি কর্তৃক আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার। এ প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে এবং একাডেমিক কাজে কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। একইসঙ্গে দুর্নীতি দমনে সুশাসনের প্রয়োজন বলে মনে করেন তিনি। এছাড়া দুর্নীতি দমনে সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য। সেমিনারের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন ও দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে দায়িত্বরত কর্তৃপক্ষ, বিভাগীয় ও দপ্তর প্রধান এবং শিক্ষকরা অংশ নেন।