গুচ্ছের অধীনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর গ্যালারি কক্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়। এসময় শিক্ষার্থীদের ডোপ টেস্ট করানো হচ্ছে।
এদিকে প্রথমদিন বিজ্ঞান অনুষদে মেধা তালিকার ১ থেকে ১ হাজার ৬৫০ পর্যন্ত ডাকা হয়েছে। পরেরদিন মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ১ হাজার ৬৫১ থেকে ৮ হাজার পর্যন্ত এবং বিকালে স্থাপত্য বিভাগে ১ থেকে ৩৪ পর্যন্ত, সর্বশেষ বুধবার (২৫ জানুয়ারি) সকালে মানবিক অনুষদে ১ থেকে ১ হাজার ৩১৯ পর্যন্ত এবং বিকালে বাণিজ্য অনুষদে ১ থেকে ৫৫৯ পর্যন্ত ডাকা হয়েছে।
প্রসঙ্গত, ভর্তির সময় ফি বাবত সর্বমোট ১৫ হাজার টাকা করে দিতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে গুচ্ছের মাধ্যমে ৫ হাজার টাকা, সরাসরি ভর্তির সময় ১০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। অন্যদিকে এবার ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিন ইউনিট মিলিয়ে আসন রয়েছে ১ হাজার ৬৬৬টি। তবে প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষে ১০৮টি আসন খালি রয়েছে।