ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শাবির ঘটনার প্রতিবাদে সিলেটের প্রগতিশীল ছাত্র-জনতার বিক্ষোভ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জানুয়ারী ২০২২ ০৮:৩৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেটের প্রগতিশীল ছাত্র-জনতা।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি সহিদুজ্জামান পাপলুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মো. নাবিল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার অন্যতম নেতা অ্যাডভোকেট নিরঞ্জন দাস খোকন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি দীপঙ্কর সরকার, ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার নেতা দোয়েল রায় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে পুলিশ ডেকে শিক্ষার্থীদের উপর গুলি, সাউন্ড গ্রেনেডের ব্যবহার আমাদের হতম্বভ করেছে। দেশের বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা নজিরবিহীন। যে উপাচার্য তার নিজের শিক্ষার্থীদের উপর এমন ঘৃণ্যতম হামলার নির্দেশ দেন তার উপাচার্য পদে থাকার কোনো অধিকার নেই। আমরা সিলেটের ছাত্র-জনতা অবিলম্বে ভিসি ফরিদকে অপসারন করার দাবি জানাচ্ছি। এর আগে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতৃত্বে যে হামলার ঘটনা ঘটেছে তার বিচারের দাবি জানাচ্ছি।’
 
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সহ-সভাপতি বিশ্বপা ভট্টাচার্য, বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি সরোজ কান্তি, সিলেট জেলার সহ-সভাপতি নরোত্তম দাস, পঙ্কজ চক্রবর্তী জয়, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, ছাত্র ফ্রন্ট নেতা সুরাইয়া পারভীন আঁখি প্রমুখ।