হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ২৯ লাখ টাকার স্বর্ণসহ হাফিজ হাসান নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মাসকাট বিমানবন্দর থেকে ওমান এয়ারওয়েজের ওই যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৮১০ গ্রাম ওজনের স্বর্ণের বার ও অলঙ্কার জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উড়োজাহাজটির ৩২-এ সিটের যাত্রী হাফিজ হাসানকে তল্লাশি করা হলে তার সামনের সিটের ব্যাক পকেটে সাদা স্কচ টেপে মোড়ানো স্বর্ণের বার দেখতে পাওয়া যায়। পরে তা উদ্ধার করা হয়। এরপর গণনা করে ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়।
পরবর্তীতে হাফিজ হাসানের দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের মোট ওজন ৩ হাজার ৮১০ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৯ লাখ টাকা।
কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে স্বর্ণের বারগুলো জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলার কার্যক্রম চলছে।