ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শিবগঞ্জে অনুষ্ঠিত হলো সিআইজি কংগ্রেজ

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ৯ এপ্রিল ২০২৩ ০৪:৪০:০০ অপরাহ্ন | দেশের খবর

২০২২-২৩ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফ্রেজ-২ (এনএটিপি-২) এর আওতায় কৃষাণ ও কৃষাণীদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় শিবগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে ১৫০জন কৃষাণ কৃষাণীদের নিয়ে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) মোছাঃ সারমিন আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মুজাহিদ সরকার, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ মোহাইমিনুল রশিদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মোসলেমা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার শায়লা আফরোজ সেতু, রুহিদ হাসান সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার তহসিন আলী, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আজমল হোসেন, এসএএও পলাশ কুমার প্রমূখ।