ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

শিবগঞ্জে ভাতাভোগীদের নিয়ে আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ নভেম্বর ২০২৩ ০২:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সরকারের বয়স্ক, প্রতিবন্ধী, গর্ভবতী ও বিবধা ভাতাসহ বিভিন্ন ভাতাভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ'র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এমদাদুল হক, শাহাব উদ্দিন শিবলী, সোহেল আক্তার মিঠু, বদিউদ জামান, শাফিকুল ইসলাম শাফী, ছাত্রলীগ নেতা  আবু রাহায়ন, রাকিবুল হাসান প্রমুখ।

আমজাদ হোসেন মিন্টু, বগুড়া/০৭-১১-২০২৩/ মোবাইল-০১৭১১১৪১৬৮২/