ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শিবচরে ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৩ অক্টোবর ২০২৩ ০৯:১০:০০ অপরাহ্ন | দেশের খবর
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শিবচরে ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালন করা হয়েছে। ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন শিবচর শাখার আয়োজনে সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
 
আলোচনা সভায় বক্তারা উপ-সহকারী কৃষি অফিসারদের ২য় শ্রেনী পদে উন্নতীকরন, পদোন্নতীর ক্ষেত্রে ৫০% কোঠা উন্নতীকরন, যোগদানের শুরুতেই বুনিয়াদী প্রশিক্ষনের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবী করেন। 
 
এসময় বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশনের সাবেক সাধারন সম্পাদক সোহেল রানা, শিবচর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান, ফরিদপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মোল্লা হাফিজুল্লাহ, শিবচর শাখার সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।