ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

শিবচরে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগী

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ১২ জুলাই ২০২৩ ০৪:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর
 
শিবচরে ডেঙ্গু রোগীর প্রকোপ বাড়ছে বলে হাসপাতাল সুত্র নিশ্চিত করছে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। একজনের অবস্থার অবনতি ঘটায় এক রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গত কয়েকদিনে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৭ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ৪ জন মহিলা রোগী ও ৩ জন পুরুষ রোগী রয়েছে। গত ২৪ ঘন্টায় ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
 
শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিনা আক্তার বলেন, বর্ষাকালে ডেঙ্গু রোগীর প্রকোপ বাড়তি থাকে। বর্তমানে আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৭ জন। এদের মধ্যে ৪ জন মহিলা রোগী ও ৩ জন পুরুষ রোগী। আমাদের এখানে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত ডেঙ্গু কিট রয়েছে। চিকিৎসার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য বিষয়ক শিক্ষাও দেয়া হচ্ছে।