ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

শেরপুরে ৭ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২৯ অগাস্ট ২০২২ ০৭:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শেরপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে সোমবার (২৯ আগস্ট) দিনব্যাপী অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য অধিদপ্তর। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযানে মোট ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টি প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র না থাকায় তাৎক্ষনিক বন্ধ করে দেয়া হয়।

 

অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বন্ধন ডায়াগনস্টিক সেন্টার, আর.এইচ ডায়াগনস্টিক সেন্টার, নিউ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার, সিরিয়া ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ লাইফ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

 

সি‌ভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, যারা অনুমোদন না নিয়ে ব্যবসা করছেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। অনিবন্ধিত সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।