ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

শ্রীমঙ্গলে এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবিতে মানববন্ধন

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৪৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় এমপিও ভুক্ত মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণ পূর্ব পর্যন্ত শিক্ষা-প্রশাসনের বিভিন্ন পদে শিক্ষকদের নিয়োগ প্রদান বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা কমিশন গঠনের দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ইং, দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সামনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শ্রীমঙ্গল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু তালেব এর হাতে স্মারকলিপি তুলে দেন প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানোর জন্য।