মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 'শ্রীমঙ্গল রিপোটার্স ক্লাব'র ইফতার ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শ্রীমঙ্গল রিপোটার্স ক্লাবের আয়োজনে এক অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব।
উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা সন্ধীপ তালুকদার, সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, টেলিভিশন সাংবাদিক ফোরাম, মৌলভীবাজারের সাধারন সম্পাদক এম এ হামিদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আকতার হোসেন, পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমদ, সাধারন সম্পাদক শামসুল ইসলাম, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ, নিউ লাইফ প্রাইভেট হাসপাতালের পরিচালক ডা. আব্তুল্লাহ্ আল মামুন প্রমুখ। এসময় সংগঠনের সাধারন সম্পাদক এস কে দাস সুমন এর সঞ্চালনায় ও সভাপতি ঈসমাইল মাহমুদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শামীম আকতার হোসেন।