ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

ষোলখাদায় আওয়ামীলীগের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন, মনিরামপুর : | প্রকাশের সময় : শনিবার ৪ নভেম্বর ২০২৩ ১০:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে পক্ষে মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড (ষোলখাদা) আওয়ামীলীগের এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) বিকালে উপজেলার ঝাঁপা ইউনিয়নের ষোলখাদা মোড়ে, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু কালামের অফিস কক্ষে এ অনুষ্ঠান হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আকবার আলী, রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, আওয়ামীলীগ নেতা সহকারি অধ্যাপক মিজানুর রহমান, শরিফুল ইসলাম চাকলাদার, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক রিপন কুমার ধর, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- স্থানীয় আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সম্পাদক কামাল উদ্দিন, ইউপি সদস্য খালেদুর রহমান টিটো, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান (জোকা), জহিরুল ইসলাম। এ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংসঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু কালাম।