বান্দরবানের লামা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর'২২) বিকেল ৪টায় কুঠুমবাড়ী রেস্টুরেন্টে উৎসব মুখর পরিবেশে ফোরামের সকল সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এতে ফোরামের সদস্যদের গোপন ভোটের মাধ্যমে এক ভোট বেশী পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন অত্র ফোরামের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সময়ের সংবাদদাতা মো. ইউসুফ মজুমদার। এদিকে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমুদ্র কন্ঠের উপজেলা সংবাদদাতা নূর মোহাম্মদ মিন্টু ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত সকালের মো. আবুল হাশেম।
লামা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সার্ক মানাবাধিকার ফাউন্ডেশনের বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. রুহুল আমিন, লামা প্রেসক্লাব সেক্রেটারী মো. কামরুজ্জামান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এম. কামরুল হাসান টিপু সহ গঠিত নির্বাচন কমিশনের আহ্বায়ক মো. শাহ নেওয়াজ, সদস্য সচিব মো. আলমগীর, সদস্য বিপ্লব দাশ ও অরুপম বড়ুয়ার র উপস্থিতিতে ভোটানুষ্ঠান চলে।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, লামা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয় দর্শী বড়ুয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি তানফিজুর রহমান, সদস্য এম বশিরুল আলম প্রমূখ। ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন উপস্থিত দুই বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ সদস্য ও প্রেসক্লাব সভাপতি প্রিয় দর্শী বড়ুয়া।
প্রাপ্ত ফলাফল, সভাপতি পদে চেয়ার মার্কা প্রতীকে উজ্জল বড়ুয়া ৭ ভোট পেয়ে ২য় স্থান লাভ করেন। অপরদিকে সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইউছুপ মজুমদার দোয়াত কলম মার্কা প্রতীকে ৮ ভোট পেয়ে ১ম স্থান লাভ করে ফোরামের সভাপতি নির্বাচিত হন।
উল্লেখ্য যে, ২০১৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেন। এই প্রথম গোপন ব্যালটে ফোরামের ১৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিচালনা কমিটি নির্বাচিত করেন।