ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ৯৯ কেজি পলিথিন জব্দ

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া | প্রকাশের সময় : বুধবার ৬ নভেম্বর ২০২৪ ০৯:১৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ৯৯ কেজি পলিথিন জব্দ ও আট মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১টায় কেরানিহাট সিটি সেন্টার ও কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রির জন্য এবং মূল্য তালিকা না থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত ২০১০) ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আটটি মামলায় ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।  

মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: ফয়সাল, থানা পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।

 

বায়ান্ন/এসএ