ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

সিআইডি’র ডিআইজি হলেন লক্ষ্মীপুরের শ্যামল কুমার নাথ

মোঃওয়াহিদুর রহমান মুরাদ,করেসপন্ডেন্ট। | প্রকাশের সময় : বুধবার ১৭ অগাস্ট ২০২২ ০৬:২৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হলেন, শ্যামল কুমার নাথ । মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত এক সরকারি আদেশে তাঁকে এ পদে পদায়ন করা হলো্। এর আগে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমাড্যান্ট পদে দায়িত্বরত ছিলেন।

 

শ্যামল কুমার নাথের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের নন্দনপুর গ্রামে । এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও উপ-কমিশনার (প্রশাসন), বরগুনা ও কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতক সম্মান ডিগ্রী শেষ করে ২০০১ সালে পুলিশ ক্যাডারে যোগদান করেন।