বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশন এর কাউন্সিলর শান্তনু দত্ত সনতু'র মাতা সমাজসেবী শেফালী দত্তের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কৃপেশ পাল,সিলেট মহানগর শাখা সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
১৭ জানুয়ারি সোমবার সকাল ৮ টা ৩৫মি. স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। চালিবন্দর মহাশ্মশানে সোমবার সকাল সাড়ে এগারোটায় অন্তুষ্টিক্রিয়া শুরু হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করে পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রয়াত শেফালী দত্তের সারদা সংঘের সাথে সমাজসেবামূলক কাজের কথা নেতৃবৃন্দ শ্রদ্ধার সাথে স্মরণ করেন।