ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সিসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত, মালামাল জব্দ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ ০৭:০৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

ফুটপাত দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২০ মার্চ)  সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: মতিউর রহমান খান এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বিশ্বজিৎ দেবের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলকায় অভিযান চালানো হয়।

 

এসময় ফুটপাতে জন চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনার দায়ে বিভিন্ন দোকান মালিকদের নগদ অর্থ জরিমানা ও ভ্রাম্যমাণ ফলের দোকান উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়।

 

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, ফুটপাত দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশনের নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।