ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ধনপুরে আওয়ামীলীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের সমর্থনে বিশাল জনসভা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বুধবার ২৭ ডিসেম্বর ২০২৩ ১১:০৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামীলীগের প্রার্থী সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিকের সমর্থনে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে বিশাল জনসভা অনুষ্টিত হয়েছে। 

 

মঙ্গলবার(২৬ ডিসেম্বর) রাত ১১টায় ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন মিয়ার নিজ উদ্যোগে চিনাকান্দি ক্যাম্পের বাজারে নিজ বাড়ির মাঠে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।  এতে হাজার হাজার নারীপূরুষ ভোটারগণ অংশগ্রহন করেন। ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিলন মিয়ার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিক। 

 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু,কল্লোল তালুকদার চপল,দপ্তর সম্পাদক এড. বিমান কান্তি রায়,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম,বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ মানিক,সাধারন সম্পাদক নুরে আলম,ধনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালার চান,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রইছ উদ্দিন,বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মতিউর রহমান মতি,ছাত্রলীগ নেতা শিমুল রানা,হুমায়ূন কবির  প্রমুখ।

 

 প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ ছাদিক বলেছেন,শেখ হাসিনার সরকার দেশে যে উন্নয়ন করেছে তা বিশ্বে এক অনন্য উদাহরণ হলে এই আসনে জাতীয় পার্টির এমপি দশবছরে তেমন কোন মেগাপ্রকল্প বাস্তবায়িত না হওয়ায় সুরমা নদীতে ব্রীজ কালভার্ড রাস্তাঘাটের তেমন কোন উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে সুনামগঞ্জ ৪ আসনের সদর ও বিশ্বম্ভরপুরের মানুষের ভাগ্য বদলে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে এই আসনের মানুষের ভাগ্য বদলে সাধারন মানুষের জীবনমানের উন্নয়ন ঘঠাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।