ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

নতুন বছরের অঙ্গীকার হোক, শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়াবো

অধ্যাপক কামরুল হাসান মামুন | প্রকাশের সময় : বুধবার ১ জানুয়ারী ২০২৫ ১০:০১:০০ পূর্বাহ্ন | মতামত
অধ্যাপক কামরুল হাসান মামুন। ছবি: ফেসবুক

শুভ নববর্ষ! চলুন এই নতুন বছরে আমরা একটি সংকল্প করি যে, আমরা শিক্ষায় এবং গবেষণায় আরও বেশি বিনিয়োগ করবো যা আমাদের একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গড়তে সহায়তা করবে।

নতুন বছরে আমাদের অঙ্গীকার হউক আমরা শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ এত বেশি বাড়াবো যাতে আমরা দেশেই বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ে তুলতে পারি। যাতে শিক্ষা ও চিকিৎসার জন্য কাউকে বিদেশে যেতে না হয়। শিক্ষা ও স্বাস্থ্য কেবল ব্যক্তিগত সফলতার পথ নয়; এটি সেই যার উপর ভিত্তি করে একটি জাতি গড়ে ওঠে। এটি মানুষের মনকে উন্নতমানের করে গড়ে তোলে, প্রতিভাকে লালন করে এবং ব্যক্তিকে সমাজে অর্থপূর্ণ অবদান রাখার ক্ষমতা বাড়ায়। একটি শিক্ষিত জনগোষ্ঠী গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনে সাহায্য করে। শিক্ষিত উন্নত জনগোষ্ঠী দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এবং ন্যায়বিচার ও সমতার প্রসার ঘটায়। 

শিক্ষার অভাবে একটি জাতি স্থবিরতার ঝুঁকিতে পড়ে, কিন্তু শিক্ষা থাকলে যা অর্জন করা সম্ভব তার কোনো সীমা নেই। শিক্ষার মাধ্যমে আমরা অজ্ঞতাকে দূর করতে পারি, দারিদ্র্যের শৃঙ্খল ভাঙতে পারি এবং প্রগতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তুলতে পারি। আবার কারো শিক্ষা আছে কিন্তু তার স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলেও সব কিছু মিছে হয়ে যায়। সুতরাং শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই খুবই গুরুত্বপূর্ণ। অসুস্থ্য হলে পরেই আমরা স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে পারি।  

আসুন, সবার জন্য শিক্ষায় বিনিয়োগ করি, যাতে প্রতিটি শিশু, প্রতিটি নাগরিক শেখার, বেড়ে ওঠার এবং উন্নতির সুযোগ পায়। একসাথে আমরা এমন একটি জাতি গড়তে পারি যেখানে জ্ঞান পথ দেখাবে এবং প্রজ্ঞা আমাদের অগ্রগতির পথ আলোকিত করবে। একটি শক্তিশালী, উজ্জ্বল এবং আরও ঐক্যবদ্ধ ভবিষ্যতের জন্য, শিক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

ফেসবুক থেকে