ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

সুনামগঞ্জ সদরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : শুক্রবার ১০ ফেব্রুয়ারী ২০২৩ ১০:৪৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

 
 
সুনামগঞ্জ সদরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন সুনামগঞ্জ সদর থানার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে চান মিয়া (৮০),চান মিয়ার স্ত্রী ললিতা বেগম (৬০), চাঁন মিয়ার ছেলে মোঃ এখলাছ মিয়া ওরফে আকলুছ মিয়া (৩০)। এ ব্যাপারে বাহাদুরপুর গ্রামের চান মিয়ার ছেলে মোঃ এখলাছ মিয়া ওরফে আকলুছ মিয়া বাদী হয়ে একই গ্রামের আঃ অজুদের ছেলে জামাল উদ্দিন সহ ৪ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় এজহার দায়ের করেন। এজহার সূত্রে জানা যায়,প্রতিপক্ষের সাথে হাঁস পালন নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিগত ২৪ জানুয়ারী উভয় পক্ষের বাড়ীর মধ্যবর্তী সরকারি রাস্তায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে এজহারকারীর পিতা ও মাতা সহ আত্নীয় স্বজনকে আক্রমণ করে। এ সময় রামদা দিয়া ছেদ মারিয়া আকলুছ মিয়ার পিতার মাথায় ও মায়ের আঙ্গুলে কাঁটাযুক্ত রক্তাক্ত জখম করে। চিৎকার শুনে আখলুছ মিয়া এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাহার মাথায় রামদা দিয়া ছেদ মারিয়া মারাত্বক কাটাযুক্ত জখম করে। খবর পেয়ে গ্রামের লোকজন ও আহতদের আত্নীয় স্বজন আগাইয়া এসে আহতদেরকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর ন্যায় বিচার পাওয়া জন্য মামলা দায়ের করেন। 
 
এ ব্যাপারে আকলুছ মিয়া বলেন,আমরা নিরীহ লোক প্রতিপক্ষের নির্যাতনে ও বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভোগিতেছি।
 
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করে বিজ্ঞ আদালতে প্রেরন করেছি। আসামীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।