সিলেট মহানগরীর প্রধান সমস্যাগুলাের মধ্যে অন্যতম ছিলো জলাবদ্ধতা। এ সমস্যা সমাধানে সাত বছরে হাতে নেওয়া হয় বিভিন্ন প্রকল্প।
ছড়া-খাল উদ্ধার, খনন, গার্ডওয়াল নির্মাণ ও নতুন করে পুরাে নগরীর ড্রেন নির্মাণ করা হয়েছে। সাত বছরে খরচ করা হয়েছে ২৪৫ কোটি টাকা। কিন্তু বিশাল অঙ্কের প্রকল্পগুলাে বাস্তবায়ন করেও জলাবদ্ধতামুক্ত করা যায়নি নগরীকে। এবার নগরজুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা।
২৪৫ কোটি টাকার প্রকল্প কোনাে কাজেই আসেনি জলাবদ্ধতা কিংবা বন্যা নিয়ন্ত্রণে। এ যেন সুরমার পানিতে ভাসছে ২৪৫ কোটি টাকার উন্নয়ন।
প্রকৌশলী ও নগরবিদরা বলছেন, সুরমার নাব্য হারানাের কারণেই তৈরি হয়েছে এ সংকট। এ জনদুর্ভোগের স্থায়ী সমাধান করতে হলে সুরমা খনন অথবা বেড়িবাঁধ দিতে হবে।