ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

সেনাবাহিনীর অধীনে নির্বাচন চেয়ে রিট ফেরত হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ২৭ ডিসেম্বর ২০২৩ ০৮:৩২:০০ অপরাহ্ন | জাতীয়

একাদশ সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে করা রিট শুনানির জন্য গ্রহণ না করে ফেরত দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, তপসিল হয়ে গেছে। তাই এই মুহূর্তে এ ধরনের রিট শুনানির সুযোগ নেই।

 

বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রিটটি ফিরিয়ে দেন।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিব্বির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আইনেই আছে তফসিল ঘোষণা হওয়ার পর নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। হাইকোর্ট রিটটি শুনানির জন্য গ্রহণ না করে ফেরত দিয়েছেন।

 

এদিকে রিটকারী ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। এই রিট আবেদনটি হাইকোর্টের অন্য বেঞ্চে শুনানির জন্য প্রস্তুতি চলছে।

 

এর আগে, গত ২০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।

 

রিটকারী পক্ষের আইনজীবী শিব্বির আহমেদ বলেন, নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করায় রিট আবেদনটি ২০ ডিসেম্বর হাইকোর্টে খারিজ করেন। এ কারণে ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপর নতুন করে রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হয়েছিল।

 

রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ সচিব, মন্ত্রী পরিষদ সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়।

 

চলতি বছরের ৮ মে উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলটির প্রতীক হচ্ছে আপেল।