ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১
মুক্তাগাছায় গণঅধিকার পরিষদের কমিটি

সোজাউদ্দৌলা আহবায়ক ফরিদ আহমেদ সদস্য সচিব

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ জুন ২০২২ ০২:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

ময়মনসিংহের মুক্তাগাছায় গণঅধিকার পরিষদের উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আলহাজ্ব মোঃ সোজাউদ্দৌলাকে আহবায়ক, মোঃ ফরিদ আহমেদ বাবুকে সদস্য সচিব ও ১০জনকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

গণঅধিকার পরিষদের ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক রাহাত জানান হোসেন ও সদস্য সচিব মোঃ তৈমুর রহমান বাঁধন স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নেতারা হচ্ছেন, যুগ্ম আহবায়ক যথাক্রমে নূর মোহাম্মদ, মো. খাইরুল আলম, শাহিনুর রহমান, সেকান্দর আলী, আবুল হোসেন, তরিকুল ইসলাম খান, মো. সেলিম, মোহাম্মদ জাকির ও মো. টুটুল খান, সদস্য দেলোয়ার হোসেন, মানিক, রবিউল আলম, মাহবুব আলম, মনির হোসাইন, আ. ছাত্তার, আকরাম হোসেন প্রমুখ।

আগামী ৬ মাসের জন্য এই কমিটি কার্যকর থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। নবগঠিত কমিটির নেতারা জনান, ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে তরুণ প্রজন্মকে নিয়ে নতুন ধারার রাজনীতির মাধ্যমে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তারা স্থানীয়ভাবে কাজ করে যাবে। সেজন্য তারা যেকোন আন্দোলন সংগ্রামে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে থাকবে বলে প্রত্যাশার কথা জানান।