ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সোনাগাজীতে বিএনপির কমিটি ঘিরে উত্তেজনা, বিক্ষোভ ও আনন্দ মিছিল

বাহার উল্লাহ, সোনাগাজী | প্রকাশের সময় : রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ০৭:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর

ফেনীর সোনাগাজী উপজেলা ও পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনার ঘটনাকে ঘিরে সোনাগাজীতে দিনভর রাজনৈতিক উত্তেজনা দেখা গেছে। একপক্ষ ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করলেও পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটি প্রত্যাখান করে। এই ঘটনাকে ঘিরে পৌরসভা এলাকায় পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের সতর্ক থাকতে দেখা যায়। 

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল থেকে নানা গুঞ্জনের পর বিকালের দিকে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত প্রেস রিলিজে কমিটি ঘোষনার তথ্য নিশ্চিত করা হয়। কমিটির তালিকা প্রকাশের পরপর শুরু হয় উত্তেজনা।

কমিটি ঘোষনার পরপর পৌর-শহরের জিরোপয়েন্ট থেকে আনন্দ মিছিল বের করে শহর পদক্ষিন করে পশ্চিম বাজারে গিয়ে মিষ্টি বিতরণ ও নতুন পদ ধারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেতাকর্মীরা। 

একই সময়ে কমিটি প্রত্যাখান করে বিকালে মিছিলে নেতৃত্বদেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, পৌরসভা বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লন্ডনী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি নুরুল হুদা প্রমূখ। মিছিল শেষে জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হন নেতা কর্মিরা এবং পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে সংবাদ সম্মেলন করে ঘোষিত কমিটি প্রত্যাখ্যানের ঘোষনা দেন। 

পদবঞ্চিতরা বলেন, ঘোষিত কমিটির প্রেস রিলিজে শুধুমাত্র ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষর ছিল, আহবায়কের স্বাক্ষর না থাকায় এই কমিটি বৈধ হবে না।

সন্ধ্যার পর ঘোষিত কমিটির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞাঁ সাংবাদিকদের বলেন, আমরা দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধানশীল, আমরা সবাই কে নিয়ে কাজ করতে চাই, এসময় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, ঘোষিত কমিটিতে উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সেন্টু এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঁঞাকে করা হয়েছে। এছাড়া পৌরসভা বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইয়াসিন এবং সদস্য সচিব করা হয়েছে নিজাম উদ্দিনকে। 

বায়ান্ন/প্রতিনিধি/একে