সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাগরপুর উপজেলার বাসিন্দা দুইজন প্রবাসী তরুণের মৃত্যু হয়েছে। তাদের নাম যথাক্রমে মো. ফারদিন খান (২৩), তিনি সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো. বাবুল খান এর ছেলে এবং মো. রাশেদ (৩২), তিনি মামুদনগর ইউনিয়নের মো. তারা মিয়া'র ছেলে। মরহুমদের পরিবারে চলছে শোকের মাতম।
উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় ১১ নভেম্বর স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৬ টায় কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তারা। বর্তমানে তাদের মরদেহ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
এদিকে, সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু ও মামুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জজ কামাল উল্লেখিত প্রবাসীদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।