ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বগুড়ায় বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৫ জুন ২০২২ ০৪:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বগুড়ায় জেলা প্রশাসকের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যলয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীটি বগুড়া আলতাফ’ন্নেচ্ছা খেলার মাঠে এসে শেষ হয়। র‌্যালীতে রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও সরকারি ও বে-সরকারি  বিভিন্ন  প্রতিষ্ঠানের কর্মীরা এবং শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। সকাল ১০টায় আলতাফুন্নেচ্ছা খেলার মাঝে মঞ্চে প্রধান মন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান টেলিভিশন এবং বড় পর্দা লাগিয়ে উপভোগ করা হয়। এ সময় বেলুন, ফেষ্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোনী অনুষ্ঠানটি উদযাপন করা হয়। 

এছাড়াও দিনের অনান্য কর্মসূচীর মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টায় আলতাফুন্নেচ্ছা খেলার মাঠের মঞ্চে নাটিকা, নৃত্য ও কনসার্ট অনুষ্ঠান। রাত ৮টায় আতশবাজি। এর আগে অনুষ্ঠারে আগত অতিথি, সূধিবৃন্দসহ সর্বস্তরের মানুষের মধ্যে মিষ্টি বিতরণ ও খাওয়া হয়।

আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বগুড়ার মানুষ স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠানটি উপভোগ করেন।