সারা দেশে বিএনপি'র ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঝিনাইদহে মিছিল করেছে জেলা বিএনপি। রোববার সকালে জেলা বিএনপি'র আয়োজনে শহরের নতুন হাটের রাস্তা থেকে হরতাল সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি'র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল-সন্ধ্যা ডাকা হরতালের প্রভাব পড়েছে ঝিনাইদহে। মহা-সড়কে চলছে না পণ্যবাহি যানবাহসহ দুরপাল্লার যাত্রীবাহি পরিবহন। শহরের বিভিন্ন দোকানপাট রয়েছে বন্ধ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারন মানুষের।