কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে থানার আধা কিলোমিটার অদূরে বরতইলী রাস্তার মাথাস্থ চেয়ারম্যান ছালেকুজ্জামান এর মাছের প্রজেক্টের সামনে চট্টগ্রামমুখী আইসক্রিম ফ্যাক্টরির গাড়িতে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল ১এপ্রিল (সোমবার) রাত ২টা ২০ মিনিটের দিকে সড়কে ব্যারিকেড দিয়ে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দল চালক ও হেলপারের মুঠোফোন, নগদ টাকা ও গাড়ির চাবিসহ নিয়ে যায় বলে জানা যায়। সূত্রে জানা যায়, গতকাল রাত ২টা ২০ মিনিটের দিকে ডাকাত দল ডাকাতি করে চলে যাওয়ার ঠিক পাঁচ মিনিট পর ঘটনাস্থলে উপস্থিত হয় হাইওয়ে থানা পুলিশের এএসআই লিটন। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর ডাকাতির কবলে পড়া গাড়ি ও চালকদের নিয়ে আসা হয় হাইওয়ে থানায়। হাইওয়ে থানায় নিয়ে আসার পর চালক ও হেলপারের জবানবন্দি নিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। এদিকে এ ঘটনার আগেও গত ২৮ তারিখ ২৪ ঘন্টার ব্যবধানে মহাসড়কের পৃথক পৃথক জায়গায় ২টি ডাকাতি ও ১টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব পৃথক পৃথক ২ টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায়ও চালক এবং যাত্রীদের ব্যবহৃত মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেয় এবং কাকারা এলাকার শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরতর জখম করে পালিয়ে যায়। সেদিন ডাকাতির কবলে পড়া গাড়ির চালক ও যাত্রীরা সাংবাদিকদের জানান, পুলিশের ছদ্মবেশে লেজার লাইট ও হুইসেল বাজিয়ে গাড়ি থামিয়ে এসব ডাকাতি করেন ডাকাতরা। এদিকে, মহাসড়কে দিনের পর দিন ডাকাতি ও ছিনতাই এর ঘটনা বেড়ে যাওয়া উদ্বেগ প্রকাশ করেছেন সচেতনমহল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন ব্যক্তি অভিযোগের সুরে জানান, হাইওয়ে থানার আধা কিলোমিটারের ভিতর ডাকাতির ঘটনা ঘটলেও হাইওয়ে পুলিশ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। ফলে চালক ও যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ছে আতঙ্ক।
ডাকাতি বিষয়ে ডিউটি থাকা চিরিংগা হাইওয়ে থানার এএসআই লিটনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ডাকাতি করে পালিয়ে যাওয়ার পর খবর পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়, ডাকাতি ঘটনাটি উধর্তন কতৃপক্ষকে সাথে সাথে অবহিত করি।