ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

১৫ বছর একটা সরকার জনগণের অধিকার দেয় নাই: আব্দুল হালিম

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। রাজনীতি মানে চাঁদাবাজি নয়, রাজনীতি হচ্ছে মানুষের মুক্তির জন্য, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য। রাজনীতি দখলদারিত্বের জন্য নয়। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য ও দুর্নীতি থাকবে না। সকল মানুষ নিজেদের অধিকার ফিরে পাবে। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে সকল সময় কাজ করে। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং, বিকেলে রাজনগর সরকারী কলেজ মাঠে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এ উপলক্ষে আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মধ্যে গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে ৭২ বান ঢেউটিন, ২৫০টি ঘরের খুটি পিলার ও লোহাসহ ২০ লক্ষ টাকার গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও  সিলেট আঞ্চলিক টিম সদস্য, সাবেক জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল মান্নান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
অন্যান্যের মধ্যে ছিলেন- উপজেলা নায়েব আমীর ও সদর ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন বাবলু, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আহমদ মুহিত ও মোঃ আইয়ুব আলী, টেংরা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, ফতেপুর ইউনিয়ন সভাপতি ডাঃ ফখরুল ইসলাম চৌধুরী, পাঁচগাও ইউনিয়ন সভাপতি হাফিজ আবুল কালাম, কামারচাক ইউনিয়ন সভাপতি সায়াদ আহমদ, মনসুরনগর ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন সেক্রেটারী আব্দুর রউফ লিটন ও টেংরা ইউনিয়ন সেক্রেটারী মামুন আহমদ-সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
জেনারেল আব্দুল হালিম প্রধান অতিথির বক্তব্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, গত ১৫ বছর একটা সরকার জনগণের অধিকার দেয় নাই। মেধাবীরা চাকরি পায় নাই, দলের নেতারা শুধু চাকরি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিট পায় না, ওখানেও চাঁদাবাজি চলে। জামায়াত ক্ষমতায় গেলে মেধা, যোগ্যতা, সততা অনুযায়ী চাকরি পাবে। এখানে কোন বৈষম্য থাকবে না। যেই দলের হোক, যেই গ্রামের হোক, যেই ধর্মের হোক, মেধা, যোগ্যতা অনুসারে চাকরি হবে।
অন্যদিকে, জেলা জামায়াতের আয়োজনে শুক্রবার বিকেলে সীরাতুন্নবী শীর্ষক আলোচনায় তিনি প্রধান অতিথির আলোচনা রাখেন। এসময় জামায়াতের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াতের জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করীম ময়ুনসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।