ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

৪৩তম বিসিএসে ক্যাডার ২১৬৩, নন-ক্যাডার ৬৪২

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০২৩ ০৭:৩৪:০০ অপরাহ্ন | জাতীয়

ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

 

এতে ক্যাডার এবং নন ক্যাডারে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

 

ক্যাডার পদে দুই হাজার ১৬৩ জন ও নন-ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।  

 

পিএসসির ওয়েবসাইট ছাড়াও উত্তীর্ণদের মোবাইলে এসএমএস করে ফল জানিয়ে দেওয়া হচ্ছে।

 

৪৩তম বিসিএসের নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে কিছু দিন ধরে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা।

 

তারা মানববন্ধন ও সমাবেশে ক্যাডার ও নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ, নন-ক্যাডারের বিজ্ঞপ্তি বাতিল এবং পদ বাড়িয়ে পুনরায় পছন্দক্রম নেওয়ার দাবি জানান। এর মধ্যেই ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করল পিএসসি।