![](https://dainikbayanno.com/storage/untid-2.jpg)
আগামী ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশযাত্রা নিয়ে আলোচনা শুরু হয়। এরমধ্যে বিভিন্ন সময় বিদেশ গমনের দিনক্ষণ জানা গেলেও সেটা পিছিয়ে যায়।
দলীয় সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রওনা হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে যাবেন ১৬ সদস্যের টিম। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে সফরের সময়সূচি।
সূত্রটি জানিয়েছে, ইতিমধ্যে খালেদা জিয়ার লন্ডন সফরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যেসব হাসপাতালে চিকিৎসা নেবেন সেখানকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে।
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়ার বিদেশযাত্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য বিদেশে যেতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু স্থিতিশীল বলেও জানান তিনি।
বেগম খালেদা জিয়ার লন্ডন সফরের ১৬ সদস্যের টিমে রয়েছেন পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও তার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ড. এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, মেডিকেল বোর্ডের ৬ সদস্য ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, ডা. শরীফা করিম স্বর্ণা, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, সহকারী একান্ত সচিব মো. মাসুদার রহমান, প্রটোকল অফিসার এসএম পারভেজ, গৃহপরিচারিকা ফাতিমা ও রুপা সিকদার।
জানা গেছে, হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ৮ বছর পর মায়ের সঙ্গে ছেলের সাক্ষাৎ হবে।
লন্ডনে চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া। সেখানে জন হপকিন্সে চিকিৎসা নেবেন তিনি। যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে ফের লন্ডন ফিরবেন। লন্ডন থেকে পরিবারসহ যাবেন সৌদি আরবে। পবিত্র ওমরা পালন শেষে ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বায়ান্ন/আরএইচ/পিএইচ