শব্দ দূষণে মাথাব্যথা হয়। গর্ভবতী মায়ের প্রতিবন্ধী সন্তানের জন্ম হয়। মানুষকে বধির করে। প্রতিবন্ধী মানুষ নিজের জন্য, জাতির জন্য ও সমাজের জন্য বোঝা। ইঞ্জিনের শব্দ, গাড়ির শব্দ, কলকারখানার শব্দের কারণে মানুষ দিনদিন অসুস্থ হচ্ছে। রাতে মাইকের শব্দ দূষণ বাড়ছে।
রবিবার কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ‘শব্দ দূষণ মুক্ত কুমিল্লা নগরী গড়ি’ শীর্ষক আলোচনায় সভায় বক্তারা এই কথা বলেন।
কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা অঞ্চলের সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, বাপা সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সদস্য শাহ মো. আলমগীর খান, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোরশেদ, সাংবাদিক গাজীউল হক সোহাগ ও মহিউদ্দিন মোল্লা প্রমুখ।
আলোচনা শেষে নগরীর পুলিশ লাইন সড়কে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে প্লে কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। প্লে-কার্ডে বলা হয়, এ সময় শব্দ দূষণ সরব ঘাতক, শব্দ সন্ত্রাস মাথা ব্যথার কারণ, শব্দ দূষণ আর নয়, শব্দ দূষণ আইন বাস্তবায়ন চাই, জ্যামে বসে হর্ন বাজাবো না, আজকে আমরা শপথ করি, শব্দ দূষণ মুক্ত কুমিল্লা গড়িসহ নানা প্লে- কার্ড ব্যবহার করা হয়।