ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

অন্যায় দুর্নীতি দুর করে এলাকার উন্নয়ন করতে চাই-মুক্তিযুদ্ধ সচিব

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : শনিবার ১ জুলাই ২০২৩ ০২:১৫:০০ অপরাহ্ন | জাতীয়
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়া বলেছেন, নড়াইলের অবহেলিত কালিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন করতে চাই। সমাজ থেকে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, হানাহানি, সংঘাত দুর করে এলাকার উন্নয়ন করতে চাই। গণমানুষের পাশে থাকতে চাই। বিশেষ করে এলাকার ছেলে-মেয়েদের লেখাপড়ার মান উন্নয়নসহ তাদের কর্মসংস্থানের সুযোগ দানে সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া এলাকার মসজিদ, মন্দির তথা ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করব। ঈদের দ্বিতীয় দিনে শুক্রবার (৩০ জুন) দিনব্যাপী নড়াইল-১ আসনের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

নড়াইলের ফুলদাহ গ্রামের সন্তান সিনিয়র সচিব খাজা মিয়াকে কাছে পেয়ে এলাকার বিভিন্ন পেশার মানুষ ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন-কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, জেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা হাজি মফিজুর রহমান, আলী হায়দার মিকু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন পেশার মানুষ । #