ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

অবরাধের প্রতিবাদে ঝিনাইদহে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বসির আহাম্মেদ,ঝিনাইদহ : | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ নভেম্বর ২০২৩ ০৫:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

দেশব্যাপী জামায়াত-বিএনপি’র ডাকা অবরোধের প্রতিবাদে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি’র নির্দেশনা মোতাবেক যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।  
সোমবার রাতে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে যুবলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগ সদস্য শাহ মোঃ ইব্রাহিম খলিল রাজা, এমপির পিএস রোকনুজ্জামান রিপন, পৌরসভার কমিশনার টিপু সুলতান, আবু বক্কর, রেজাউল করিম রেজা, লিয়াকত হোসেন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সোহেল আহমেদ, ছাত্রলীগ নেতা আবু সুমন বিশ^াস, ফজলে রাব্বি অনুসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জামায়াত বিএনপি’র ডাকা অবরোধ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক বলেন, হরতাল অবরোধের নামে নৈরাজ্য ও জ্বালাও  পোড়াও করার চেষ্টা করলে তার দাঁতভাঙ্গা জবাব দেবে ঝিনাইদহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরা।