ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

অবরোধ ও সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ ০৯:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর

সারাদেশে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ ও সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

 

শহরের পায়রা চত্বর এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় উন্নয়ন ও শান্তি সমাবেশ।

শান্তি সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

 

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরোয়ার খান সউদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানসহ প্রমুখ।

 

এসময় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বক্তরা বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে।’