শেরপুর জেলার শ্রীবরদীতে অবরোধকে কেন্দ্র করে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৬ নভেম্বর সোমবার সকাল ছয়টার দিকে শ্রীবরদী উপজেলার তাতীহাটি ও ডাকবাংলো এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আগুন নেভানোর সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এছাড়া প্রতিটি মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন ও পুলিশি টহল জোরদার করা হয়েছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।