ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে ৩টি দোকানের সমস্ত মালামাল। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছেন ৩ ব্যবসায়ী।
শুক্রবার (০৬ মে) সকাল ৮টার সময় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় কেন্দ্রীর স্মৃতিসৌধের দক্ষিণ পার্শ্বের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, সকালে রুনা সু স্টোরে আগুনের ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন নিয়ন্ত্রনে আসার আগেই আগুনে দুটি গার্মেন্টস ও একটি জুতার দোকানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ভুস্মিভুত হয়েছে বলে দাবি ৩ ব্যবসায়ীর।
রুনা সু স্টোরের মালিক সলেমান আলী জানান, দোকানে ঈদের জন্য প্রায় ৩০ লাখ টাকার নতুন জুতা তুলেছিলাম। ঈদের তেমন বেচাকেনা হয়নি। পুরো মালামালা দোকানেই ছিল। সব পুড়ে ছাই হয়েছে গেছে।
সাঈদ গার্মেন্টসের মালিক আতাউর রহমান বলেন, আমার দোকানে প্রায় ১০ লক্ষ টাকার কাপড় ছিল। আগুনে সব পুড়ে গেছে কয়েকটি কাপড় পেয়েছি। সেগুলো বিক্রির যোগ্য নই।
একই দাবি বাবু গার্মেন্টসের মালিক আবুল কালাম আজাদের তার প্রায় ৯ লক্ষাধিক টাকার কাপড় পুড়ে গেছে।
দোকানের মালিকরা আরও জানান, সর্বশেষ সম্বল হারিয়ে আজ নিঃস্ব তারা। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। তাই সরকারের কাছে তারা আবেদন জানিয়ে বলেন, যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাহলে বউ বাচ্চা নিয়ে পথে নামতে হবে।
ফায়ার লিডার প্রদীপ চন্দ্র সরকার জানান, মোবাইলে খবর পাওয়ার পর ১০ মিনিটের ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল রক্ষা করেছি।
ঘটনার পর বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।