হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৩রা মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলীপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুলীপাড়া গ্রামের আলী মিয়ার মেয়ের জামাতা চুনারুঘাটের বাসিন্দা তারেক একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় জলসুখা শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। কিছুদিন পূর্বে চুনারুঘাট থানা পুলিশ তারেককে জলসুখা শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে। বিষটি নিয়ে আলী মিয়া আজিজুল মিয়াকে সন্দেহ করেন। এ ছাড়াও বিভিন্ন বিষয়াদ নিয়ে দীর্ঘদিন যাবত আলী মিয়া ও আজিজুল মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে আলী মিয়ার ধানের জমি থেকে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে আলী মিয়া আজিজুল মিয়ার পুত্র জুনায়েদ মিয়াকে চড়-থাপ্পড় মারেন। বিষয়টি জানার পর আজিজুল মিয়াসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলী মিয়ার বাড়িতে হামলা চালায়। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।