ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

আতঙ্ক ও হুমকি উপেক্ষা করে শুটিং ফ্লোরে সালমান!

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ০৬:০৭:০০ অপরাহ্ন | বিনোদন

ভারতের প্রভাবশালী এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যার পর থেকে বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে নতুন করে নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। খুনের দায় স্বীকার করেছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, যার গ্যাং অনেকদিন ধরেই সালমানকে নিশানা করে আসছে। সিদ্দিকির মৃত্যুতে এই হুমকির মাত্রা আরও বেড়ে যায়। পরিবারের সদস্যরাও প্রবল আতঙ্কে রয়েছেন।

কিন্তু সবকিছুকে উপেক্ষা করে সালমান খানের জীবনে কোনো থামাথামি নেই। শুটিং ফ্লোরে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি রোহিত শেট্টির পরিচালিত সিনেমা ‘সিংহম এগেইন’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। প্রথমে গুঞ্জন উঠেছিল, এই সিনেমায় থাকছেন না সালমান। কিন্তু পরে জানা যায়, সালমান গ্যাংস্টারের হুমকির পরও শুটিং শুরু করেছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে কাজ করছেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, শুটিং ফ্লোরে সালমানের জন্য রোহিত শেট্টি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। শুটিংয়ে সালমানের সাথে অজয় দেবগণও ছিলেন।

সালমানের জীবন ঝুঁকিতে পড়ার মূল কারণ কৃষ্ণসার হরিণ হত্যা মামলার সঙ্গে তার নাম জড়ানো। তবে পরিবারের দাবি, সালমান এই ঘটনায় জড়িত নন। সম্প্রতি তার বাবা সেলিম খান স্পষ্টভাবে বলেন, "সালমান এমন কিছু করেনি যার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। আমার ছেলে পশু-পাখিদের ভালোবাসে, সে এমন কাজ করতেই পারে না।"

সালমানের পরিবারের মতে, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি অযৌক্তিক এবং বিনা কারণে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং বিষয়টি নিয়ে গ্যাংকে ভাবতে হবে।

 

বায়ান্ন/এএস