ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ১২:৪২:০০ অপরাহ্ন | জাতীয়

বাংলাদেশের বিদ্যুৎ খাতে আদানি গ্রুপের সঙ্গে হওয়া একতরফা চুক্তি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম।

বুধবার (১৩ নভেম্বর) এ রিট দায়ের করা হয়।

ব্যারিস্টার কাইয়ুম তার রিট আবেদনে উল্লেখ করেছেন, আদানির সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি দেশের স্বার্থবিরোধী এবং আর্থিকভাবে ক্ষতিকর হতে পারে। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৬ নভেম্বর, সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়ে আদানির সঙ্গে হওয়া সকল বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা বা বাতিলের অনুরোধ জানানো হয়েছিল। নোটিশে এই চুক্তি গুলি ‘অন্যায্য’ এবং ‘একতরফা’ উল্লেখ করে বলা হয়, চুক্তিগুলি জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করছে এবং তা নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। এ ছাড়া জ্বালানি ও আইনের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ারও আহ্বান জানানো হয়েছিল। নোটিশের জবাবে পিডিবি চেয়ারম্যান এবং জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিনদিন সময়ও বেঁধে দেওয়া হয়।

এই রিট আবেদনটি সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যে কারণে আদানি গ্রুপের সঙ্গে চুক্তির বিশদ বিবরণে ‘স্বার্থবিরোধী’ প্রসঙ্গটি উঠে এসেছে।

 

বায়ান্ন/এএস