ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

আনোয়ারায় অতিথি পাখিতে বর্ণিল পুকুর-জলাশয়

রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৩ ডিসেম্বর ২০২১ ১০:৫৪:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

চট্টগ্রামের আনোয়ারায় পুকুর-জলাশয়ে ঝাঁকে ঝাঁকে নামছে অতিথি পাখি। বিশেষ করে সদর ইউনিয়ন এলাকা ও পূর্ব বারখাইন এলাকার কয়েকটি পুকুরে নামছে নানা রঙের অতিথি পাখি। উপজেলার সদর এলাকার বিলপুর গ্রামের মোহাম্মদ মুসা এগ্রো প্রজেক্টের একটি পুকুরে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি নেমেছে।
 
 সেখানে দেখা যায়, পুকুরের ওপর ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি উড়ে বেড়াচ্ছে। পানিতে ভাসছে সাদা চাঁদমালা ফুল। এই ফুলের ফাঁকে ফাঁকে ভাসছে বিলের অতিথি পাখি পাতি সরালি।
 
পাখির কিচির-মিচির শব্দে মুখরিত চারপাশ। কিছু পাখি পুকুরে ভাসছে, পাশাপাশি কচুরিপানার ফাঁকে খাবার সংগ্রহ করছে। বিকালে পুকুর পাড়ে গিয়ে পাখির প্রদর্শনী দেখছে শিশু ও তরুণের দল।
 
 পুকুরের মালিক মোহাম্মদ ইসহাক বলেন, গত কয়েক বছর ধরে অতিথি পাখিদের অভয়াশ্রম হয়ে উঠেছে এ পুকুরটি। আগে পাখির সংখ্যা কম থাকলেও এক বছর ধরে প্রচুর পাখি আসতে শুরু করেছে। পাখিগুলোর কেউ যেন তাদের ক্ষতি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখি।