ঢাকা, বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৭ই ফাল্গুন ১৪৩১

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় সাফল্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৮:৩৬:০০ অপরাহ্ন | জাতীয়

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গৌরবময় সাফল্য অর্জন করেছে। বিশ্বের ৩২টি দেশের ১৭৯ জন সামরিক সদস্য অংশগ্রহণ করা এ প্রতিযোগিতা গত ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর মোট ৬ জন প্রতিযোগী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর সাব্বির হোসেন (৩ পারা গ্রুপ) এবং মো. গোলাম রব্বানী (১০ পারা হিফজ গ্রুপ) দ্বিতীয় স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এ সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা বাড়িয়েছে। ধর্মীয় ক্ষেত্রে সামরিক বাহিনীর এমন অর্জন দেশবাসীর জন্য অনুপ্রেরণা ও গর্বের বিষয় হয়ে থাকবে।

 

বায়ান্ন/এএস