আমাকে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ, জানালেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী ১ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকার প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেন।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রাঃ) এর মাজার জিয়ারত করতে এসে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন এবং সাবেক সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শাহজাহান মিয়ার যে উন্নয়ন কাজ চলমান রয়েছে তা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খান মোঃ আবু বক্কর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী সহ মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া শনিবার (২১ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সঙ্গত কারণে উপনির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন কমিশন। আগামী (২৬ শে নভেম্বর) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্ত মতে এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন অ্যাডভোকেট আফজাল হোসেন।