ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

আম্বরখানায় দুইটি প্রতিষ্ঠনেকে জেলা প্রশাসনের জরিমানা

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ০৭:০৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



ওজনে হেরফের এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় সিলেট মাহানগরীরর আম্বরখানায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমান করেছে সিলেট জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ মাচ) বিকালে অভিযান পরিচালনা করে আম্বরখানা এলাকার বিসমিল্লাহ স্টোরকে ওজনে হেরফর কারায় ৫ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় পানসি বাজার ৫ হাজার টাকা জরিমানা করা হয়

সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, বাজার মনিটরিংএর অংশ হিসেবে সিলেট মহানগরীর আম্বরখানার বিভিন্ন দোকানে অভিযান পরিচানলনা করা হয়েছে। এসময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজর টাকা জরিমানা করে হয়েছে। রমজনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই অংশ নেয়।