বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফুটবলের আবেগঘন সম্পর্ককে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচনের আহ্বান জানান তিনি।
রোববার (১৯ জানুয়ারি) আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তুলা সংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগে সম্পূর্ণ মালিকানাধীন অথবা যৌথ উদ্যোগ প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান অধ্যাপক ইউনূস। পাশাপাশি জ্বালানি সহযোগিতার ক্ষেত্রেও সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান জানান তিনি।
আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা বলেন, "বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে অনেক অনাবিষ্কৃত সহযোগিতার ক্ষেত্র রয়েছে। এগুলো উভয় দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে পারে।"
বর্তমানে আর্জেন্টিনা প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করছে। বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর মাধ্যমে বাণিজ্য ভারসাম্যপূর্ণ করতে চায় দেশটি। এ লক্ষ্য অর্জনে দুই দেশের মধ্যে কার্যকর অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশের জনগণের মধ্যে আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি গভীর আবেগ ও ভালোবাসার কথা উল্লেখ করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দেন উভয় পক্ষ। ফুটবলের আবেগকে পুঁজি করে বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচনের বিষয়েও আলোচনা হয়।
এই আলোচনায় এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মুর্শেদ এবং প্রধান উপদেষ্টা কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বায়ান্ন/এএস/একে