ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

আলু বীজ ব্যবসায়ীর জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১৯ নভেম্বর ২০২২ ১০:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
জয়পুরহাট কালাইয়ে বীজ আলুর বস্তাতে মূল্য ও দোকানে মূল্য প্রদর্শন  না থাকায়  এক বীজ ব্যবসায়ী কে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছে । 
 
শনিবার ( ১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়ের সহযোগিতায় ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। 
 
জান্নাত আরা তিথি জানান, বীজ আলুর বস্তাতে ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় প ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। এ উপজেলায় কৃষি পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কোন অনিয়ম হলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
 
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, কৃষিপণ্য অনিয়ম রোধে প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট চলমান রয়েছে । কৃষিপণ্যর অনিয়ম রোধে এ অভিযান অব্যাহত থাকবে। 
 
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ছালজারুল আলমসহ আনছার ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।