ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

আলোকিত রায়পুর গ্রন্থ'র মোড়ক উন্মোচন, শামিমের অক্লান্ত পরিশ্রমের ফসল - এমপি নয়ন।

মোঃওয়াহিদুর রহমান মুরাদ, করেসপন্ডেন্ট। | প্রকাশের সময় : রবিবার ৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বিভিন্ন তথ্য - উপাত্ত নিয়ে " আলোকিত রায়পুর " নামক একটি গ্রন্থ উন্মোচন হয়েছে গতকাল (৩রা সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর জমজম কনভেনশন হলে হয়েছে। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। সাংবাদিক জিল্লুর রহমানের উপস্থাপনায় সভাপতিত্ব করেন প্যাকেষ্টান লিঃমি এর চেয়ারম্যান রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী।
 
সন্ধ্যায় অনুষ্ঠিত গ্রন্থটির মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, এসেনসিয়াল ড্রাগ এর এমডি প্রফেসর এহসানুল কবির জগলুল, রায়পুর পৌর মেয়র গিয়াসউদ্দীন রুবেল,  অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজাদ সাল্লাল, মানবাধিকার নেতা ড.মোহাম্মাদ শাহজাহান, প্রকাশক ইসমাইল খান শামিম, লায়ন জহিরুল ইসলাম, লাখোকন্ঠ পত্রিকার সম্পাদক ফরিদ আহম্মদ বাঙ্গালী, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, অক্সফোর্ড বিল্ডার্স এর এমডি আরিফ, হ্যারিটেজ বিল্ডার্ডস এর কর্নধর মিরাজ মুক্তাদির, সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ওয়াহিদুর রহমান মুরাদ, ডেন্টিষ্ট মুকুল, ব্যবসায়ী তাহসিন হাওলাদার সহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ। 
 
মোড়ক উন্মোচনের প্রধান অতিথি সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, আলোকিত রায়পুর বইটি প্রকাশক ইসমাইল খান শামিমের অনবদ্য গ্রন্থ। তার মতো মেধাবী লেখক এই সমাজকে এখনো অনেক ভালো কিছু দেয়ার মতো কাজ করে যাচ্ছেন।