ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: রিজভী

রিয়াদ হাসান | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ০৪:২২:০০ অপরাহ্ন | রাজনীতি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্যায় এবং পাপ যে বেশিদিন টিকতে পারে না। এটার যে পতন হয় ইতিহাস থেকে শেখ হাসিনা এই শিক্ষা গ্রহণ করেনি বলেই তাকে আজকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠ নারিন্দায় ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিনামূল্যে ঔষধ বিতরণ ও চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সারাদেশকে একটা বিকলাঙ্গ দেশে পরিণত করেছিল শেখ হাসিনা। সারাদেশেই রক্ত ঝরেছে। সারাদেশে বিএনপি নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে হাসপাতালে হাসপাতালে কাতরিয়েছে। অনেকে হাসপাতালে যেতেও ভয় পেত কারণ হাসপাতালে এসেও আক্রমণ করেছে শেখ হাসিনার ক্যাডাররা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে যারা এই লুটপাটের সাথে জড়িত তারাই শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক। এস আলম নামে একজন ব্যক্তিকে বাংলাদেশের নয়টি ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি নিজেই সেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।

তিনি বলেন, জুলাই আগস্টে যে বিপ্লব সংঘটিত হয়েছে শেখ হাসিনা কল্পনাই করতে পারেনি তাকে এত প্রতিরোধের মুখোমুখি হতে হবে, তিনি চিন্তাও করতে পারেননি। তিনি ভেবেছিলেন তার পাশে আছে ভারত এবং বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী  র‌্যাব, পুলিশ এখানে বেনজীর আছে মামুন আছে আরও তার কত পুলিশ অফিসার যারা নির্দেশ দেওয়ার আগেই নিরীহ মানুষদের উপর গুলি চালাতেন, ক্রসফায়ারে মানুষ হত্যা করতেন।

তিনি আরও বলেন, বিএনপি ছাত্রদলের কত ছেলে যে ক্রসফায়ারে মারা গেছেন, কত ছেলে যে গুম হয়েছেন, ইলিয়াস আলীর মত, চৌধুরী আলমের মতো, সাইফুল ইসলাম হিরুর মত যারা অনেকেই এমপি ছিলেন তাদের কেউ নিরুদ্দেশ করা হয়েছে।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংবাদিক আতিকুর রহমান রহমান রুমন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভির আহমেদ রবিন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন, ডা. এম এ মুহিত, মোকছেদুল মোমিন মিথুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বায়ান্ন/আরএইচ/এসবি/একে