ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ইফতারের প্যাকেটে মিলল তারকাঁটা-পাথর,খতিয়ে দেখছে প্রশাসন

মু.ওয়াহিদুর রহমান মুরাদ,লক্ষ্মীপুর । | প্রকাশের সময় : বুধবার ১২ এপ্রিল ২০২৩ ১২:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
 
লক্ষ্মীপুর রাজমহল রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ থেকে নেওয়া ইফতারের প্যাকেটে মিলেছে দুইটি পাথর ও এক টুকরো তারকাঁটা।
 
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০ টার দিকে মো. শাওন হোসেন শুভ নামে এক ব্যক্তি ইফতারের প্যাকেটে দুটি পাথর ও এক টুকরো তারকাঁটা পান।
 
মো. শাওন হোসেন শুভ তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করে লিখছেন, ‘রাজমহল লক্ষ্মীপুরের ইফতারের সাথে একটি কাঁটা তার ও পাথর গিফট হিসেবে পাওয়া গেল।’
তার এ লেখাতে অনেকেই সচেতনতামূলক কমেন্ট ও প্রতিকার চেয়েছেন।
 
কামরুল হাসান শিবলু নামে এক ব্যক্তি কমেন্ট করছেন, রাজার মহলে পাথর থাকবে, নিরাপত্তার জন্য তার থাকবে, এটা স্বাভাবিক।
মাসুম নামে একজন কমেন্ট করছেন, এটা দুঃখজনক। আমিও একই খাবার খেয়েছি।
 
 
শাওন বলেন, বিকেলে আমরা বাজারের রাজমহল-(১) প্রধান ডাকঘর অফিস সংলগ্ন শাখা থেকে ৮ বন্ধুর জন্য ৮ প্যাকেট ইফতার কিনি। তার মধ্যে এক প্যাকেটে তারকাঁটা ও পাথর পেয়েছি। অন্য একটি প্যাকেটে পাথর পেয়েছি। আমাদের ভাগ্য ভালো। আল্লাহ রক্ষা করছে। যদি ভুলবশতে পেটে যাইতো। তাহলে বড় ধরনের সমস্যা হতো। এসব হোটেল রেস্টুরেন্টের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালিয়ে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এমন প্রত্যাশা করি।
 
ওইদিন রাত ১২টার দিকে সরাসরি উত্তর তেহমুণী রাজমহল হোটেল (২)-এ গিয়ে ম্যানেজার ছোটন পুরীর সঙ্গে তারকাঁটা ও পাথরের বিষয় জানতে চাইলে তিনি ভালোমন্দ কিছুই বলেননি। এ বিষয়ে মালিক পক্ষ কথা বলবে বলে জানান তিনি।
 
 
কিছুক্ষণ পর হোটেল মালিক পক্ষ মঞ্জু, রাজুসহ আরেক পার্টনার এসে সাংবাদিকদের জানান, কিভাবে পাথর ও তারকাঁটা ইফতারের প্যাকেটে গেল, বিষয়টি আমাদের জানা নেই। ভুলবশত এটি হতে পারে। আশা করি, সামনের দিনে ‍এমন হবে না। আপনাদের প্রতি অনুরোধ রইল সংবাদ না করার জন্য। তবে তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
 
ভোক্তা অধিকার লক্ষ্মীপুর সহকারী পরিচালক (অঃদা) নুর হোসেন রুবেল বলেন ,বিষয়টি ফেসবুকে দেখেছি। শাওন যদি লিখিত অভিযোগ করেন তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। 
 
লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন জানান, বিষয়টি জেনেছি এবং ছবিও দেখলাম। এ বিষয়ে আমরা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো